আমরা সানন্দে ঘোষণা করছি বাংলাদেশের সতীর্থ প্রকাশনা এবং বইরাগ পাবলিকেশনের মধ্যে কোলাবোরেশনের।আগামীতে সতীর্থের বইগুলো ই-বুক আকারে অ্যামাজন কিন্ডল, গুগল প্লেবুক এবং কোবো তে পাওয়া যাবে বইরাগ পাবলিকেশনে । এছাড়াও সামনে সতীর্থের ইন্ডিয়ার পরিবেশক ও বইরাগ পাবলিকেশনের বাংলাদেশের পরিবেশক হিসেবে কাজ করবে সতীর্থ। শীঘ্রই আমরা সতীর্থর বইগুলির ক্যাটালগ প্রকাশ করবো এবং ই-বুক ভার্সন গুলিও এক এক করে আসতে থাকবে। চোখ রাখুন এখানে।
Copyright © 2020-2021 বইরাগ - All Rights Reserved.