দেবব্রত ভীষ্ম - ভীষণ প্রতিজ্ঞা তো বটে কিন্তু তার জীবনে আর কি কিছুই ঘটেনি ? ভীষ্মের জীবনের ওপরে সহজ কথায় মহাভারত কাহিনী ধারাবাহিক ভাবে লিখছিলেন মিত্রা, এবার এখানে সবগুলো একসাথে রইলো আপনাদের জন্যে !
বাঙালির পায়ের তলায় সর্ষে, ভ্রমণ মাত্রই সুন্দর, কিন্তু যদি সহপাঠীদের সাথে দল বেঁধে ইউথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার গল্প হয় তাহলে স্মৃতিপটে আমাদের সবারই নানা কথা জেগে ওঠে। আর এ ভ্রমণের শুরু হয় ৪৫ ঘন্টার ট্রেন জার্নি, কলকাতা অমৃতসর হয়ে কাশ্মীর। তারপর তো ঘটে শুরু করে কত ঘটনা, সে ভূ-স্বর্গে বাংলা গান থেকে শুরু করে শেষ রাতের এডভেঞ্চার , সে সবই সুন্দর করে বর্ণনা করেছেন অন্নপূর্ণা এই ভ্রমণকাহিনিতে।
নববর্ষের সময় লিখেছিলাম আমাদের সময় ভালো যাচ্ছে না, গ্রীষ্ম বর্ষা কেটে বাঙালির অন্যতম প্রিয় সময় শরৎ চলে এলো , তাও পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যায় না, মারী- মহামারী শুধু আমাদের শরীরকেও আক্রান্ত করছে না , আমাদের মননেও এক অদ্ভুত অসাড়তা বিরাজ করছে।
তবে আমরা আশাবাদী, চিরকালই মানবসভ্যতা নানা সমস্যার সম্মুখীন হয়েছে আবার তা কাটিয়েও উঠেছে, তাই আমরাও এইসব কে পিছে ফেলে নিশ্চিত এগিয়ে যাবো।
আমাদের আরেকটি বড় ব্যাপারে ঘটেছে , আমাদের প্রকাশনা সংস্থার আবির্ভাব। আমাদের উদ্দেশ্য বইকে বিশ্বজনীন করা। আপনারা সাথে আছেন, থাকবেন এটাই আমাদের আশা।
আর আমরা শুরু করেছি ইউটিউব চ্যানেলও, আমরা চাই বাংলার সংস্কৃতি ছড়িয়ে যাক সব জায়গায় , আপনাদের কাছ থেকে সহযোগিতা আশা করি!
এইসব ব্যাপারে আপনারা আমাদের সাইট দেখলেই বিস্তারিত জানতে পারবেন।
লেখা আপলোড থেকে শুরু করে ওয়েবসাইটের সমস্ত কারিগরি ব্যাপার সামলানোর জন্যে আমাদের তরফ থেকে গার্গী কে বিশেষ ধন্যবাদ !
ই বুক বানানোর সমস্ত দায়িত্ব নিয়েছিলেন মলয় দেবনাথ, তাকে আর নতুন করে ধন্যবাদ জানানোর কিছু নেই !
পড়ুন, এবং অনুরোধ যে মতামত জানান, প্রত্যেক পাতার শেষেই মতামত জানাতে পারবেন , লেখকরা আপনাদের মত জানতে খুব আগ্রহী থাকেন।
চলুন সবাই মিলে হাতে হাত ধরে থাকি। শারদীয় শুভেচ্ছা সকলকে।
Copyright © 2020-2021 বইরাগ - All Rights Reserved.