'বইরাগ' এবং তার সদস্যরা সাহিত্য-নিবেদিত প্রাণ এবং সাহিত্য সংক্রান্ত যে-কোন আলোচনা এই গ্রুপের প্রধান উদ্দেশ্য। এখানে পাবেন আমাদের সদস্য বন্ধুদের করা বইয়ের রিভিউ এবং আরো সাতসতেরো হদিশ।
প্রবন্ধ
ধারাবাহিক
পড়ুন আমাদের গ্রুপে প্রকাশিত হওয়া ধারাবাহিক গুলি, পুরোটা একসাথে!
আমাদের সদস্য বন্ধুদের জন্যে আমরা গর্বিত ! তাদের লেখারই নানা ই -বুক সংকলন আমরা বার করি মাঝে মাঝে ! রইলো সেগুলির সংক্ষিপ্ত পরিচিতি এবং ডাউনলোড লিংক ,পড়ুন এবং পড়ান !
শূন্য থেকে পূর্ণের দিকে, আমাদের এমনই মনে হচ্ছে ! বছর দুয়েক আগে আমরা যখন বইরাগ গ্রুপের স্থাপনা করেছিলাম তখন ভেবেছিলাম যে এই গ্রুপটি হবে নানা ধরণের আলোচনার কেন্দ্র ,শুধু বই নিয়েই নয়, এগিয়েছি এমনি করেই ! তারপর সদস্যরা, যারা আসলে এই গ্রুপের চালিকাশক্তি আমাদের নানা ধারণা দিতে লাগলেন, তাদের থেকে উৎসাহ পেয়ে আমরা দ্বিতীয় ধাপে পৌঁছলাম, আমাদের নিজস্ব ওয়েবসাইট! প্রকাশিত হলো আমাদের শারদ সংখ্যা, প্রথম সংখ্যাও বটে !
এখানে রইলো কিছু বাছাই করা রচনা, সময়াভাবে এবং নানা কারণে কিছু রচনা দেওয়া গেলো না ! আসুন আপনারা পড়ুন, পড়ান এবং প্রাণ খুলে মতামত জানান, গ্রুপে জানান, গল্পের নিচের কমেন্ট করুন, আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে !
ওয়েবসাইট সম্পাদনায় সাহায্য করেছেন সুচরিতা ঘোষ ও শুভ্র ব্যানার্জী !
লোগো টি এঁকে দিয়ে বাধিত করেছেন প্রতিম দাস ! বইয়ের খোঁজ ছবিটি দিয়েছেন শতদীপা চক্রবর্তী ,কবিতা বিভাগের ছবিটি এঁকেছেন নৌশিন ইয়াসমিন !
এদের সবাইকে ধন্যবাদ জানাই !
কারিগরি অরিন্দম চ্যাটার্জী , এছাড়াও নানা ভাবে সাহায্য করেছেন বইরাগ পরিচালক মন্ডলীর বাকি সদস্যরা , আঞ্জনেয় ভট্টাচার্য্য, রূপম চ্যাটার্জী, মামুনশাহ ,মলয় দেবনাথ এবং প্রশান্ত চন্দ্র !
অনুরোধ রইলো ,পরিচিত গ্রন্থপ্রেমীদের গ্রুপে যুক্ত করুন। বিপন্ন মূল্যবোধ আর সাংস্কৃতিক অবনয়নরোধে বই-ই হোক আমাদের সহায়। আগামীর কাছে এ বার্তা পৌঁছে দিই, বন্দুকের গুলিই সমস্যার সমাধান নয়, সমাধান প্রজ্ঞা আর মননে। গ্রন্থপাঠই যে প্রজ্ঞা আর মননের উৎস।
আমাদের ফেসবুক গ্ৰুপে যুক্ত হন !
Copyright © Boiraag Publication- বইরাগ পাবলিকেশন - All Rights Reserved.