আমরা বাংলা সাহিত্যকে মানুষের ঘরে পৌঁছে দিতে চাই শ্রুতির মাধ্যমে। সে হতে পারে কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, অথবা গল্পপাঠ। হতে পারে কোনো বইয়ের রিভিউ। তবে তা সে যাই হোক না কেন, তার উপস্থাপন অবশ্যই নান্দনিক হতে হবে।
আমরা চাই আপনাদের প্রমোট করতে। আপনার শিল্পবোধ, আপনার সৃষ্টিশীলতা, এই সবকিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রদর্শন করতে চাই, চাই তাকে আরো ছড়িয়ে দিতে। আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন পরিচিতদের মধ্যে আর আপনার ঘরে বসেই হয়ে উঠুন এই মঞ্চের একজন কুশীলব । আমাদের এই মঞ্চ হয়ে উঠুক আগামীর আশ্বাস।
বতর্মানে এই চ্যানেলে তিনটি অংশ চালু আছে।কবিতার আসর, গল্পের আসর এবং ছোটদের আসর। প্রতিটি বিভাগেই আগ্রহী দক্ষ বাচিক শিল্পী আমরা খুঁজছি পুরুষ, নারী এবং শিশু কন্ঠ।
আমাদের কাজ সম্পর্কে ধারণা পাওয়ার জন্যে রইলো বইরাগ পাবলিকেশনের ইউটিউব চ্যানেলের প্রতিটি বিভাগের ভিডিওগুলো কাজগুলো দেখার অনুরোধ রইলো। আগ্রহী হলে যোগাযোগ করুন, আপনার চেনা কেউ থাকলে তাকে অবহিত করুন।
নিয়মাবলী:
১.নিজের নাম, যে কবিতা - গল্প- ক্ষুদ্র নাটিকা পাঠ করছেন তার নাম, ও লেখকের নাম সঠিক বানানে লিখে সাথে পাঠিয়ে দিন।
২.যদি অডিও ক্লিপ পাঠান, সাথে সংযুক্ত করুন আপনার নিজের সুন্দর, পরিষ্কার ছবি।আমরা সেটা সংযুক্ত করে দেব ইউটিউবে আপলোড করার সময়।
৩.শিল্পীর পাঠরত ভিডিও ক্লিপ পাঠালে শব্দগ্রহণ যাতে জোরালো এবং আশেপাশের নয়েজমুক্ত থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে।এছাড়া পর্যাপ্ত আলোয় ভিডিও ধারণ করতে হবে।
৪. আপনি যদি নিজেই ভিডিও এডিটিং করতে পারেন বা তেমন তৈরি ভিডিও থেকে থাকে আপনার আবৃত্তি বা পাঠের, সাদর আমন্ত্রণ জানাই। গুণগত মান বজায় থাকলে তেমন ভিডিও-ও আমরা আমাদের চ্যানেলে রাখতে ইচ্ছুক।
কিভাবে আপনার কাজ পাঠাবেন:
ইমেল: অডিও কিংবা ভিডিও পাঠান এই ইমেল আইডি তে : Contact@boiraag.in
সরাসরি আপলোড: আপনি এই লিংকে ক্লিক করে অডিও /ভিডিও ফাইল আপলোড ও করতে পারেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো !
**ভিডিও /অডিও আপলোড করতে হলে আপনাকে জি-মেল দিয়ে লগইন করতে হবে
আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলের কাজ শেয়ার - আপনি নিজের ইউটিউব চ্যানেলের কাজ ও শেয়ার করতে পারে, আমরা ভিডিও তে আমাদের লোগো লাগাবো, তবে আপনার নাম, মূল কন্টেন্টের কোনো পরিবর্তন করা হবে না , এবং আপনার নিজস্ব চ্যানেলের উল্লেখ ও থাকবে।
***
In Boiraag we aim to open up the world of infinite possibilities to promote Bengali literature and culture through the medium of Shruti (audio-visual) to you, so we have established a YouTube channel. The content on our channel varies from poetry recitation, drama, story telling to book reviews!
We also provide a platform to everybody where "YOU" too can contribute and present your work to others!
Watch the videos of each section of Boiraag Publication on YouTube, you will get an idea about our work.
Contact us if you are interested, if you know anyone would be interested, let them know about us.
Points to be noted:
1. You can send audio or video file to us, please mention your name, title of the poem/story/drama – and don’t forget to write the original author’s name.
2. Make sure (if you are sending)
i) Image(s): high resolution image is a better choice, please be sure of copyright rules, we can't check this and this is your responsibility. You can also send your own photo, we will use it.
ii) Audio Clip: The voice over quality should be high and noise-free.
iii) Video: It should be in high resolution of 720p (or 1280x720) with adequate lighting effects. Landscape mode is a must.
Please refrain from using any plagiarized content.
How to send
Via Email- You can mail your video to us : contact@boiraag.in
Direct Upload: You can also directly submit your video/audio using this link, we will get back to you.
** In order to upload audio/video, you need to login using your Gmail Id
Sharing your existing YouTube video- You can also share your own YouTube channel's video, however we will add our logo at the end of the Video, your name or the main content of the video will not be changed and we will mention your channel's name also.
কোনো ছাপাখানা, সেকালে ছিল না। শুনে শুনে আর বলে বলে আমরা ধরে রাখতাম জ্ঞান, কাব্য, দর্শন। সভ্যতার সেই আদি ভোরবেলা থেকেই, বিনোদনের অন্যতম শক্তিশালী মাধ্যম শ্রুতি আর দৃশ্য। বিবর্তনের সাথে অনেক কিছুই পরিবর্তিত হলেও, অন্য আর কেউ এসে এর জায়গা নিতে পারেনি। শ্রুতি যুগের অনেক পরে এসেছে গ্রন্থকার, লিপিকার।
এই সব বলতে গিয়ে আরেকটা শিবের গীত, মানে একটা ছড়ার কথা মনে পড়ে গেল..
"তিল ত্রিফলা সিমূল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘসি ছিঁড়ে পত্র, না ছাড়ে মসি।"
অর্থাৎ তিল, ত্রিফলা, সিমূলের ছালে ছাগলের দুধ দিয়ে, আচ্ছা করে লোহার কড়াইয়ে গরম করে ঘসুন। তাহলে এমন কালি তৈরি হবে যে, পাতা ছিঁড়ে যাবে কিন্তু কালি ছাড়বে না।
কিন্তু কিছুই অমরণশীল নয়। কবি বলে গেছেন...
Since brass, nor stone, nor earth, nor boundless sea/But sad mortality o’er-sways their power,/How with this rage shall beauty hold a plea,/
এই পৃথিবী, পাথরের মন্দির, ব্রোঞ্জের মূর্তি, এমন কী দিগন্তবিস্তৃত সমুদ্র যেখানে লয় পেয়ে যাচ্ছে, সেখানে কীভাবে সুন্দরেরা টিকে থাকবে?
সত্যি, তাই তো হচ্ছে। সুন্দর বিষয় আশয় গুলো সব হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমাদের একান্ত আপন মাটির গন্ধ মাখা ঐতিহ্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালি কলম বইকে বড় দুর্বল মনে হয়। তারাও তো সময়ের কাছে হারিয়ে যায়।
ওইযে একটা বাংলা গান আছে না! সাগরে নাম লেখো ঢেউ এসে মুছে দেবে, পাথরে নাম লেখো ক্ষয়ে ক্ষয়ে যাবে, পাতায় নাম লিখলে হাওয়ায় উড়ে যাবে, বা ছিঁড়ে কুটিকুটি হয়ে যাবে - শুধু যদি হৃদয়ে নামটা লেখা যায়.. তাহলেই সেই নাম থেকে যাবে।
One day I wrote her name upon the strand,/But came the waves and washed it away: /Again I wrote it with a second hand, /But came the tide, and made my pains his prey. /
- এই ঢেউ এসে বারবার মুছে দিচ্ছে, আমাদের সব প্রচেষ্টায় জল ঢেলে দিচ্ছে, বারবার ব্যর্থ মনোরথ হচ্ছে নায়ক। সেই ঢেউ আসলে কে?? তাকে কি চেনা যায়??
কিন্তু যদি, এমন একটা মাধ্যম পাওয়া যায় যার মধ্য দিয়ে, হৃদয়ে প্রবেশ করা যায়, এই ক্রমাগত হারিয়ে যাওয়াকে হারানো যায়.. তাহলে, একমাত্র তাহলেই - " So long as men can breathe or eyes can see, /So long lives this, and this gives life to thee." - থেকে যাওয়া যাবে, এই সর্বক্ষয়ী লয়ের বিরুদ্ধে।
আমাদের মতো অনেকেই মনে করেন, সামনের 'beholder'-এর সবথেকে কাছে পৌঁছানোর অন্যতম শক্তিশালী মাধ্যম, শ্রুতি আর দৃশ্য। এইসব ভেবেই, এই নির্দয় লয়ের বিরুদ্ধে, আমাদের এই প্রচেষ্টা। ক্ষুদ্র হতে পারি আজ, তবে তুচ্ছ ভাববেন না। বাংলা লোকসাহিত্য, লোকগান, বাংলা ছড়া, সাহিত্য, গল্প, মাটির গন্ধ মিশে আছে এমন সৌন্দর্য চেতনাকে ছড়িয়ে দিতে চাই, যেখানে থাকবে সাহিত্য থেকে দর্শন, কাব্য থেকে গান, গদ্য থেকে পদ্য, ছড়া থেকে খেউড়। তবে সব কিছুই একটা নান্দনিক দৃশ্য - কাব্য - শ্রুতির মাধ্যমে। আপনারা কুশীলব, আর আমাদের এই মঞ্চ হয়ে উঠুক আগামীর আশ্বাস।
আসুন আপনারাও, হাত বাড়িয়ে দিন সহযোগিতা করুন আমাদের সাথে।
Copyright © Boiraag Publication- বইরাগ পাবলিকেশন - All Rights Reserved.