বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Bankimchandra Chattopadhyay
বঙ্কিমচন্দ্র ছিলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম ভারতের শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও কবি ও সাহিত্যিক বিদ| তিনি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের লেখক হিসেবে বিখ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৭শে জুন বাংলার ২৪ পরগনা জেলার কাঁটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৮৫৬ সালে তিনি আইন পড়ার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি ১৮৫৯ সালে বিএ পরীক্ষা দেন এবং গ্রাজুয়েট পাস করেন।
কলেজ শেষ করার পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যশোর শহরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে চাকরি করেন|
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর সাহিত্যিক জীবন শুরু করেছিলেন শ্লোক লেখক হিসেবে। এরপর তিনি কথাসাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। দুর্গেশনন্দিনী, তাঁর প্রথম বাংলা রোম্যান্স, 1865 সালে প্রকাশিত হয়েছিল।
এরপর তিনি আরো অনেক উপন্যাস লেখেন, তাকে বাংলা উপন্যাসের জনক বললে ভুল বলা হবে না।
৮ ই এপ্রিল, ১৮৯৪ (২৬ শে চৈত্র ১৩০০ বঙ্গাব্দ) তাঁর প্রয়াণ ঘটে।