top of page
প্রসূন সরকার
Prasun Sarkar
প্রসূন সরকার । জন্মেছেন পয়লা সেপ্টেম্বরে 1959 সালে, মালদহ শহরে।সরকারী চাকরিতে ছিলেন পিতা এবং মালদহ শহরেই বাড়ি । পড়াশোনা করেছেন মালদহর রামকৃষ্ণ মিশনে তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যান উচ্চশিক্ষার জন্য,সেখান থেকে B.Sc.অতঃপর জলপাইগুড়ি রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং কলেজ যান ও সেখান থেকে B.E. ডিগ্রী পান মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে।কিছু দিন কলকাতাতে চাকরি করেন SLM.Maneklal, Industries Limited নামক কোম্পানিতে।কিন্তু মন না বসায় আবার চলে যান নাগপুর, Coal.India Limited এবার জয়েন করেন। সেখানে 35 বছর চাকরি করার পরে অবসর নেন। বর্তমানে লেখক খাকেন ছত্রিশগড়ের বাঙালী অধ্যুষিত বিলাসপুরে । ছোটবেলা থেকেই গ্রন্থপাঠের নেশা, আর দেশ বিদেশে ভ্রমণ। বর্তমানে বিলাসপুর, ছত্রিশগড়ের বাসিন্দা।
click on the image to get details of the e-book
bottom of page