সৌম্য মুখার্জী
Soumya Mukherjee
চাঁদ ওঝার জীবনীলেখকের সম্বন্ধে বেশি কিছু কেউ জানে না, শুধু এইটুকু তথ্য পাওয়া গেছেঃ-
সৌম্য মুখার্জ্জী জন্মেছিলেন মেদিনীপুর শহরে। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ছিলেন সুপারহিরো কমিক্স ও হ্যারি পটারের ভক্ত। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি গল্প পেলেই পড়ে ফেলতেন এবং দুঃসাহস করে মাঝেমধ্যে এক-আধটা লিখেও ফেলতেন। ভালবাসতেন ঘুমিয়ে এবং জেগে স্বপ্ন দেখতে। তিনি এইচ জি ওয়েলসের সঙ্গে টাইম ট্রাভেল করেছেন, জুরাসিক পার্কে ডাইনোসরকে পেটে কাতুকুতু দিয়ে হাসিয়েছেন, লর্ড ভল্ডেমর্টের নাকের অপারেশন করেছেন, ব্রুস ওয়েনকে টাকা ধার দিয়েছেন, ক্রিপটোনাইটের আংটি না পরেই সুপারম্যানকে পাঞ্জা-লড়াইয়ে হারিয়েছেন, ঘনাদাকে ভোট দিয়েছেন, বুনিপের বিয়ে দিয়েছেন। সর্বশেষ সংবাদ পাওয়া গেছে, তিনি বিরিঞ্চিবাবার সঙ্গে সূর্যবিজ্ঞান আলোচনা করতে করতে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাকহোলে প্রবেশ করেছেন। তারপর কী হইল, শ্যামলালও জানেনা।