top of page
শুদ্ধসত্ত্ব ঘোষ
Suddhasatya Ghosh
শুদ্ধসত্ত্ব ঘোষ নিজেকে বলেন শুদ্ধসত্ত্ব সহজিয়া ঘোষ. কিন্তু তার বিচরণ ক্ষেত্র হচ্ছে যেসব বন্ধুর পথ কে সাধারণ মানুষ এড়িয়ে যায় সেই সব পথে। সে পথে তিনি কখনো আমাদের চিরচেনা মহাকাব্যকে চেনান নতুন ভাবে, কখনো বা নেমে পড়েন মঞ্চেই, সাধারণ বঞ্চিত অপমানিত অবহেলিত মানুষের কথা বলতে। এই তাঁর আসল রূপ।
কিন্তু গভীরে তিনি লেখক, তাই তাঁর ও ইচ্ছে হয় লেখার নানা ফর্মে কাজ করতে , তাই এই লেখাটি , শুদ্ধসত্ত্ব ঘোষ বলতে আমাদের মনে সে সব লেখার কথা ভেসে ওঠে তার থেকে সম্পূর্ণ আলাদা লেখা , আবার সেটাই হয়তো প্রমান করে যে তিনি এক পথে চলতে ভালোবাসেন না।
click on the image to get details of the e-book
bottom of page