top of page

টেকচাঁদ ঠাকুর(প্যারীচাঁদ মিত্র)

Tekchanda Thakur

প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক; তাঁর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন, কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজি ভালো জানতেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নারীদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তার সহযোগী ছিলো রাধানাথ শিকদার। টেকচাঁদ এ ছাড়াও জনকল্যাণমূলক কাজও করতেন। উনিশ শতকের গদ্যময় বাস্তবতা নির্মাণে প্যারীচাঁদের ভাষা রীতিমতো এক বিদ্রোহ। তাঁর পূর্বের, এমনকি পরবর্তীকালের, লেখকবৃন্দও ঔপনিবেশ-সৃষ্ট জনবিচ্ছিন্ন ভাষাতে সাহিত্যচর্চা করেছেন। বাস্তব-অভিজ্ঞতার তলের সঙ্গে কোনো সংগতি না রেখেই, বলা যায়, বাস্তব-নিরপেক্ষভাবে তৈরি হচ্ছিল কথা, রচিত হচ্ছিল সাহিত্য। ‘আলালে’র ভাষা দিয়ে ঔপনিবেশিক ভাষিক-কাঠামোকেই আঘাত করেছিলেন প্যারীচাঁদ। সাধুভাষার বিপরীতে ‘অপর ভাষা’কে সাহিত্যের আসরে স্থান দিয়ে উত্তরকালীন বাঙালি লেখকদের কাছে প্যারীচাঁদ রেখে গেছেন অপার সাহসের উৎস।

click on the image to get details of the e-book

123.png
123.png
bottom of page