top of page
তুষারকান্তি রায়
Tushakanti Ray
আজ বাংলা সাহিত্যের একটি নিয়মিত নাম তুষারকান্তি রায় । কৈশোরে ‘ আরশি ’ পত্রিকায় লিখে কবিতার জগতে এসেছেন তিনি । দেশ , কবিতা প্রতিমাসে , শহর , কবি সম্মেলন , এই সময় , কৃত্তিবাস , নতুন কৃত্তিবাস , আজকের সম্পূর্না , সহ বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে তিনি সাহিত্যচর্চার মূল স্রোতে যুক্ত রয়েছেন । তার প্রকাশিত উল্লেখযোগ্য কবিতার বইগুলির নাম – “সৃজন তুমি লিখতে পারো না তো” , “আলাপী শিশির” , “বাউলের বারোকথা” , “অকাল কিশোর” , “সন্ধ্যা তারার গন্ধ” , “কিউমুলোনিম্বাস” , শোন রাধারানি । প্রকাশিত উপন্যাস – “দাহপুরুষ” , “তীর্থংকর মল্লিনাথ” ।
click on the image to get details of the e-book
bottom of page